35.5 C
Rajbari
শুক্রবার, মে ৩, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগসাভারে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার প্রতিনিধিঃ ঢাকার সাভারে বংশী নদীর পাড় দখল করে নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

আজ (১৬জুলাই) মঙ্গলবার সকাল থেকে বংশী নদী নামাবাজার সংলগ্ন খেয়া ঘাট এলাকায় ঢাকা জেলা সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ’ র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশের বলে ২০ শতাংশ নদীর যায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।

মূলত এখানে দুই জন ব্যক্তি অবৈধ ভাবে নদীর জমি দখল করে বাড়ি নির্মান করেছিলেন।

পনের শতাংশ যায়গার উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পাঁচ শতাংশ যায়গার উপর এক বীর মুক্তিযুদ্ধা বাড়ি নির্মান করেছিলেন তিনি গত তিনদিন হয় মারা গেছেন বিধায় মানবিক দিক বিবেচনা করে মালামাল সরিয়ে নিতে তার পরিবারকে দুই দিন সময় দেয়া হয়েছে।

বংশী নদীর পাড়েতে অন্তত ৫শ অবৈধ স্তাপনা রয়েছে শুধু এই দুইটি স্থাপনার বিরুদ্ধে অভিযান কেন চালানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন দখল কার্যক্রম যেমন একদিনে হয়নি তেমন উচ্ছেদ কার্যক্রমও একদিনে করা সম্ভব না।

দুইটি স্থাপনার বিরুদ্ধে আদেশ হয়েছে তাই দুইটি স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

৫ শতাংশ যায়গার উপর টিনসেড বাড়ি নির্মান করেছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। তিনি গত তিন দিন আগে মারা গেছেন।

মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের স্ত্রী হাসিনা বেগম জানান, তার স্বামী যায়গাটি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নিকট থেকে ১৯৯৬ সালে ক্রয় করেন। তখন থেকে যায়গাটিতে বসবাস করছেন। এখন যায়গাটি উচ্ছেদ করা হচ্ছে।

এসময় তিনি আরও বলেন আমরা গরীব মানুষ। গরু লালন পালব করে জীবিকা নির্বাহ করি। বাড়ি ঘর ভেঙ্গে দিলে কোথায় যাব বুঝতে পারছিনা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments