27.8 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগনিখোঁজ স্বামীর খোঁজে থানায় স্ত্রী

নিখোঁজ স্বামীর খোঁজে থানায় স্ত্রী

সাভার (ঢাকা)-সাভার পৌরসভা এলাকায় একটি বেসরকারি হাসপাতাল থেকে ডাঃ এস আর নজরুল (৩৮) নামের এক ব্যাক্তিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। তবে কারা এই আইন শৃঙ্খলা বাহিনীর লোক প্রশ্ন তুলে স্বামীর খোঁজে থানায় তার স্ত্রী কুলসুম আক্তার।

সোমবার (৪ এপ্রিল) বিকালে ভুক্তভোগী ডাক্তার নজরুলের স্থী কুলসুম আক্তারের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে৷

এর আগে, গত ২ এপ্রিল রাত ৯ টার দিকে সাভার বাজার স্ট্যান্ডে অবস্থিত নবদিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতাল থেকে ডাঃ এস আর নজরুল নিয়ে যাওয়া হয়। পরে ৩ এপ্রিল নিখোঁজের স্ত্রী কুলসুম আক্তার সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।

অপহৃত ডাঃ এস আর নজরুল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলক দিয়া গ্রামের আবু তালেবের ছেলে। সে সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবার নিয়ে থাকতো।

তিনি নবদিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালের মালিক বলেও জানা গেছে।

নিখোঁজ ডাঃ নজরুলের স্ত্রী কুলসুম আক্তার বলেন, গত ২ এপ্রিল নবদিগন্ত ডায়াগনষ্টিক সেন্টার হাসপাতালে কাজ করছিল আমার স্বামী ডাঃ এস আর নজরুল।

এ সময় রাত ৯ টার দিকে হাসপাতালে কয়েকজন অপরিচিত লোক ঢুকে প্রথমে রোগী ও পরে আইনের লোক পরিচয় দিয়ে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায়।

এরপর থেকে তার আর কোন খোঁজ পাচ্ছি না, তার ফোন বন্ধ রয়েছে৷ পড়ে আমরা গতকাল ৩ এপ্রিল সাভার মডেল থানায় একটি সাধারন ডাইরী (জিডি) করি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল হক রাজবাড়ী ডট কমকে বলেন এমন কোন ঘটনার অভিযোগের কাগজ আমার হাতে এসে পৌছায়নি। তবে আমি আপনার থেকে শুনলাম। এ ব্যপারে খোঁজ নিয়ে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments