23.5 C
Rajbari
মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়ঢাকা বিভাগসাভারে খেলার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

সাভারে খেলার মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে পা কাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলের ভেতর খেলার মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ওই যুবক লাল পলো শার্ট ও হাফ প্যান্ট পরিহিত ছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশের ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের মৃত্যুদেহ দেখতে পায় কৃষকরা।

পরে থানায় খবর দিলে মৃত্যুদেহ উদ্ধার করা হয়। মৃত্যুদেহের পাশে ক্রিকেট খেলার স্টাম্প পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্টাম্প দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

উক্ত বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস এর কাছে জানতে চাইলে তিনি বলেন,স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে।

এসময় তিনি আরোও বলেন এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি তবে চেষ্টা চলছে এবং ধারণা করা হচ্ছে,অন্য কোনো স্থান থেকে তুলে এনে ওই জঙ্গলে তাঁকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কোন মামলা হয়েছে কি না সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments