37.7 C
Rajbari
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগকুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রয়ের অভিযোগে মালিক আটক

কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি বিক্রয়ের অভিযোগে মালিক আটক

সাভার (ঢাকা)-শিল্পনগরী আশুলিয়ায় একটি বিরিয়ানির হাউজে কুকুরের মাংসের বিরিয়ানি রান্না করে খাওয়ানোর অভিযোগে মালিক রাজীব (২২) কে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মে) রাত ১২ টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫’ থেকে তাকে আটক করে পুলিশ।

আটক রাজীব বরিশাল জেলার মুলাদি থানার নুনচর গ্রামে চুন্নু হাওলাদারের ছেলে।

আটক রাজিব বলেন, ”আল্লাহর দান বিরিয়ানি হাউজ ৫ ”এর মালিক তিনি ও তার ভাই স্বজল (২৫)। স্বজল পলাতক আছেন।

স্থানীয়রা জানায়, বিকালে এক ব্যাক্তি বাসার জন্য ওই বিরিয়ানি হাউজ থেকে বাসায় খাবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যায়।

পরে বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রী ও সন্তান খেলে বমি করে দেয়। বিষয়টি নিয়ে বিরিয়ানি হাউজে এলে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এলে তাদের উপর চড়াও হয়ে উঠে মালিক রাজীব ও তার চাচাতো ভাই বিল্লাল (২৫)।

পরে বিষয়টি পুলিশ জানতে পেরে রাতে ঘটনা স্থলে এসে রাজীবকে আটক করে নিয়ে যায়। সাথে বিরিয়ানির মাংসগুলো পরিক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়।

আলমগীর হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, গতকালও খেয়েছে এই বিরিয়ানী হাউজ থেকে৷ ১৮০ টাকা বিল দিয়ে গেছে৷ পরে বাসায়া গিয়ে পেটের সমস্যা হয়েছে। এছাড়া মাংসগুলো খেতে গুরুর মাংসের মত মনে হয়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় সারাদিন নিউজ ডটকে বলেন, বিরিয়ানিতে কুকুরের মাংস দেওয়ার একটি অভিযোগ পেয়ে ঘটনা স্থলে আসি। এসে একজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এসময় তিনি আরও বলেন, বিরিয়ানি হাউজের অপর মালিক স্বজল ও চাচাতো ভাই বিল্লাল দুইজন পলাতক রয়েছে৷ এছাড়া মাংসের স্যম্পুলগুলো সংগ্রহ করা হয়েছে। পরিক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷

RELATED ARTICLES

Most Popular

Recent Comments