42.3 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগসাভারে ফটোগ্রাফার কৃষ্ণ হত্যা মামলায় গ্রেফতার ১

সাভারে ফটোগ্রাফার কৃষ্ণ হত্যা মামলায় গ্রেফতার ১

বিশেষ প্রতিনিধিঃ সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাতে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে হত্যা মামলার সেপাল বাশার ওরফে গিট্টু নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৬ জুন) ভোরে শরীয়তপুরের ডামুড্যা থানার নওগাঁও গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে সাভার মডেল থানায় আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস এম শাহারিয়ার বলেন,মো: বিল্লাল হোসেনের ছেলে সেপাল বাশার ওরফে গিট্টু ফটোগ্রাফার কৃষ্ণ সরকার হত্যা মামলার ২ নম্বর আসামি।

সাভারে ফার্নিচার দোকানে কাজ করত গিট্টু। ঘটনার পর সাভার থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

উক্ত বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম,পিপিএম বলেন আগামীকাল মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত,গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আড়াপাড়া জমিদারবাড়ী পুকুরপারে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করার এক দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ জুন) কৃষ্ণ সরকারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে মূল হোতা নয়নসহ চারজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments