38.5 C
Rajbari
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিস। এ সময় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ খুলে জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ জুন) দিনব্যাপী আশুলিয়ার তাজপুর ও দিয়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে ৪০-৫০ সদস্যের একটি শ্রমিক দল এ অভিযানে অংশ নেয়। এছাড়াও অভিযানকালে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান ও উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, আজকে আমাদের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিস কর্তৃক পরিচালিত অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সাভারের আশুলিয়া থানাধীন তাজপুর ও দিয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, আজকের এই অভিযানে এই এলাকার সমস্থ লাইন আমরা উচ্ছেদ করেছি। তাতে আশা করছি দিন শেষে আমরা প্রায় দুই কিলোমিটার ব্যাপী এলাকার বাসাবাড়ির লাইন উচ্ছেদ করতে পারবো।

যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments