34.4 C
Rajbari
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeকানাডা'নারী বিদ্বেষ ও লিঙ্গ সমতা' প্রকল্প নিয়ে কানাডায় বিসিএস নারীবাদী নেত্রীবৃন্দের সংবাদ...

‘নারী বিদ্বেষ ও লিঙ্গ সমতা’ প্রকল্প নিয়ে কানাডায় বিসিএস নারীবাদী নেত্রীবৃন্দের সংবাদ সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট: ‘উইমেন এন্ড জেন্ডার ইক্যুয়ালিটি, কানাডা’ বিভাগের সহায়তায় বাংলাদেশী কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস (বিসিএস) এর উদ্যোগে সমাজে নারী বিদ্বেষ দুর করে লিঙ্গ সমতা অর্জনের লক্ষ্য নিয়ে ১৮ মাসব্যাপী ‘ফাইট মিসোজিনি, এ্যাচিভ জেন্ডার ইক্যুয়ালিটি’ একটি প্রকল্পের উদ্যোগ নেয়া হয় ২০২১ সালের অক্টোবর মাসে যা শেষ হবার কথা ২০২৩ সালের মার্চে। কানাডার মুলধারার প্রভাবশালী মিডিয়া সিবিসি নিউজের তথ্য অনুযায়ী কোভিড-১৯ এর প্রভাবে ঘরে ঘরে নারী, শিশু ও বৃদ্ধদের উপর বিশেষ করে লিঙ্গ ভিত্তিক ভায়োলেন্স ও বৈষম্য বেড়ে গিয়েছে। এই বিষয়টি জানার পর তা বিসিএস নারীবাদী নেতৃবৃন্দকে উদ্বিগ্ন করে তুলে এবং তারা ১৮ মাস দীর্ঘ এই প্রকল্প হাতে নেয়। বিসিএসের নারী নেত্রীরা টরন্টোর কিছু বিশেষ এলাকার তরুণ এবং মহিলা অংশগ্রহণকারীদের মাধ্যমে চিহ্নিত করেন যে বৈষম্য ও নারী বিদ্বেষ বৃদ্ধির কারণে কানাডার সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে তাদের অংশগ্রহণকে বাধাগ্রস্হ করে তুলেছে। এইসব নারী নেত্রীরা স্হানীয় এমপি, এমপিপি, কাউন্সিলর, স্কুল ট্রাষ্টি থেকে শুরু করে অনেকের সাথে সাক্ষাত করেন। তারা মনে করেন এই প্রকল্প শেষ হলে ওইসব এলাকার নারীদের মধ্যে নারী বিদ্বেষ এবং নারীদের অধিকার নিয়ে সচেতনতা তৈরী হবে এবং অনেক তরুণী ও নারীদেরকে নারীবাদী হিসেবে সমাজে মাথা উচু করে দাড়াতে সাহায্য করবে। এই বিষয়ে গত ৬ই জুন সোমবার টরন্টোর বিসিএস কার্যালয়ে এক সংবাদ সম্মলনের আয়োজন করা হয়।

নারী বিদ্বেষ কমিয়ে লিঙ্গ সমতা ফিরিয়ে আনার প্রকল্প নিয়ে বিসিএস আয়োজিত এই সংবাদ সম্মেলনে এনআরবি টিভি, সাপ্তাহিক বাংলামেইল, নুতন দেশ, বাংলা কাগজসহ টরন্টোর বাংলা ভাষায় প্রকাশিত প্রধান প্রধান ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে মিডিয়া কর্মীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments