30.7 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়ায় বাসের ধাক্কায় দুমরে-মুড়চে সিএনজি-আহত ৫

আশুলিয়ায় বাসের ধাক্কায় দুমরে-মুড়চে সিএনজি-আহত ৫

বিশেষ প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় আলী নুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজির ড্রাইভার সহ ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু সহ তিনজনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (১৫ জুলাই ) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী-আব্দুল্লাপুর-ডিইপিজেড সড়কের আশুলিয়ার জিরাবো বেঙ্গল প্লাষ্টিকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে তাদের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী সিএনজিকে ওভারটেকিং করার সময় আলী নূর পরিবহনের একটি বাসের ধাক্কা লাগে। এতে সিএনজির ড্রাইভার সহ ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র অফিসার রিজভি বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) নুর মোহাম্মদ বলেন, ঢাকাগামী আলি নুর পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজির ৪/৫ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আলী নূর পরিবহনের ওই ঘাতক বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments