30.6 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeজাতীয়আশুলিয়ার ব্লেড দিয়ে শিশু হত্যার ঘটনায় প্রতিবেশী গ্রেপ্তার

আশুলিয়ার ব্লেড দিয়ে শিশু হত্যার ঘটনায় প্রতিবেশী গ্রেপ্তার

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় গোসলখানায় ব্লেড দিয়ে গলা কেটে তিন বছরের শিশু ইভা হত্যাকাণ্ডের ঘটনায় বাবুল মোল্লা (৪৫) নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

এর আগে সোমবার সকালে আশুলিয়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটক বাবুল মোল্লা (৪৫) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দ নগর গ্রামের মৃত মোন্তাজ মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার কোন্ডলবাগ এলাকার হেলাল উদ্দীনের বাড়িতে ভাড়া বাসায় থেকে টেম্পু চালাতেন বলে জানা যায়। একই বাড়িতে ভাড়া থাকতো নিহত শিশু ইভা ও তার পরিবার।

পুলিশ জানায়, শিশু ইভা হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবেশীসহ বেশ কয়েকজনকে আমরা নজরদারিতে রেখেছিলাম। প্রাথমিক তদন্ত শেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় বাবুল বাড়িতে একা অবস্থান করাসহ গুরুতর তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত বাবুল মোল্লার বিষয়ে ইতিমধ্যে আমরা সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি। তদন্ত স্বার্থে তা এখন বলা যাচ্ছে না। আসামির রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য যে, গত ২৬ জুলাই আশুলিয়ার কোন্ডলবাগ এলাকায় হেলাল উদ্দিনের বাড়িতে একটি গোসলখানায় শিশু ইভাকে (৩) ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ব্লেড জব্দ করা হয়। ওই দিনই নিহত শিশুর বাবা শাহিন হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments