41.2 C
Rajbari
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগক্লিনিকের ফ্রীজে আদা বাটা, লেবু, দুধ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ক্লিনিকের ফ্রীজে আদা বাটা, লেবু, দুধ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভার (ঢাকা)।

সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে দুই ডায়াগনস্টিক সেন্টার সহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জিরানীবাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এ সময় গাজী ডায়াগনস্টিক সেন্টারের স্যাম্পল কালেকশন করে মজুদ করা ফ্রিজে আদা বাটা, লেবু ও দুধ মজুদ রাখায় তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাসির উদ্দিন মেডিকেল সেন্টারে সফটওয়্যারে টেস্ট ফি ৩০০ টাকা লেখা থাকলেও প্রিন্ট দিলে ৪০০ টাকা প্রিন্ট হওয়ায় ৫০ হাজার টাকা এবং নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারে মুল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করায় ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ অভিযান পরিচালনা করেছি।

এসময় নানা অনিয়মের কারনে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রচার) মো. শাহ-আলমসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments