38.4 C
Rajbari
রবিবার, এপ্রিল ১৪, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগবঙ্গবন্ধুর জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করলো পুলিশ

বঙ্গবন্ধুর জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করলো পুলিশ

মাসুদুর রহমান রুবেল 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার সাভারে পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেছে পুলিশ।

প্রায় অর্ধশত ছিন্নমূল শিশুরা এই উপহার পেয়ে অনেক আনন্দিত ।

বৃহস্পতিবার (১৬মার্চ) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের সদস্যদের উদ্যােগে এই আয়োজন করা হয় ।

পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করে অনেক আনন্দ প্রকাশ করেন ক্যাম্পের পুলিশ সদস্যরা ।

এই প্রসঙ্গে কনস্টেবল মনোরঞ্জন দাস বলেন, ‘আমাদের ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ স্যার নিজ উদ্যােগে আজ গরীব ও অনাথ শিশুদের জন্য খাবারের আয়োজন করেন।

আমরা যারা ক্যাম্পে ছিলাম তারা সবাই মিলে এসব অসহায় শিশুদের সাথে ভালো সময় কাটিয়েছি।

নতুন পোশাক ও খাবার পেয়ে শিশুদের হাসিমাখা মুখগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো।

বঙ্গবন্ধুর জন্মদিনে স্যারের এমন মহতি উদ্যােগ আমাদেরও এসব অসহায় শিশুদের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছে।’

সাভার জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করেছি আমরা মহান এই ব্যক্তি তার জীবদ্দশায় সবসময় দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন।

তাই আজ তার জন্মদিনে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি। সেই ইচ্ছে থেকেই আজ মহান এই ব্যক্তির জন্মদিন ও জাতীয় শিশু দিবসে কিছু অসহায় শিশুদের একবেলা খাবারের আয়োজন করেছি। তাদের নিজ হাতে নতুন পোশাকও পড়িয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, মূলত ছিন্নমূল পরিবার থেকে বিচ্ছিন্ন এসব শিশুরাই বিপথগামী হয়।

তাই সবার উচিত এসব শিশুদের জন্য যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব দায়িত্ব নেয়া উচিত। শত ব্যস্ততার মাঝে ও আজ এসব শিশুদের জন্য কিছু করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments