29.7 C
Rajbari
বুধবার, মে ১, ২০২৪
Homeরাজবাড়ীসদ্য বিদায়ী ইউএনও আজিজুল হককে নিয়ে আসাদুজ্জামান সেলিমের কবিতা

সদ্য বিদায়ী ইউএনও আজিজুল হককে নিয়ে আসাদুজ্জামান সেলিমের কবিতা

বিশেষ প্রতিবেদকঃ চোখ ভরা জল আর, তবু মুখের স্নিগ্ধ হাসি দিয়ে প্রিয় সহকর্মী ও উপজেলাবাসীর কাছ থেকে বিদায় নিলেন গোয়ালন্দের জননন্দিত ইউএনও আজিজুল হক খান মামুন।

রবিবার (১২ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

ইউএনও আজিজুল হককে নিয়ে লেখা গোয়ালন্দ পৌরসভার এ্যাসেসর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সেলিমের কবিতা-হুবুহু তুলে ধরা হলো। 

পদ্মা পাড়ে আসলেন তিনি ক্ষনিকেরই তরে; পা খানি রাখলেন শুধুই, বসলেন না মোর ঘরে। আসার পরে হয়নি দেখা পাইনি কোন ডাক, দূর থেকেই শুনেছি তাঁর জয়ধ্বনির ঢাক। কর্তাগিরি কমই করেছেন ছিলেন সাধারণ; ভালোবাসায় ভাসিয়েছেন, বিমুগ্ধ জনগণ! সবার সাথেই হাসিমুখে মনের কথা বলেন, অল্পদিনেই অনেক গল্পের জনক তিনি হলেন।আমারও ছিল কত কথা, হলোনা আর বলা; রাজনীতি,সমাজকর্ম আর নিয়ে শিল্পকলা। জানিনা কবে হবে দেখা কথা হবে আর কিনা, নিশীথের আড্ডাটা কখনো জমবেনা তাঁর বিনা! “কোনদিন যদি না হয় দেখা না হয় যদি কথা, বিনয় করে বলি তোমায় রেখোনা মনে ব্যথা। ভালো থেকো প্রিয় মানুষ, মঙ্গলময় হোক দিন; তোমার কাছে রইলো মোদের ভালোবাসার ঋণ।”

RELATED ARTICLES

Most Popular

Recent Comments