29.9 C
Rajbari
শুক্রবার, জুন ৭, ২০২৪
Homeরাজবাড়ীউজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১০টি সিলিং ফ্যান দিলেন মোস্তফা মুন্সী

উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১০টি সিলিং ফ্যান দিলেন মোস্তফা মুন্সী

বিশেষ প্রতিনিধিঃ শিক্ষার্থী সহ পরিক্ষার্থীদের গরমে যাতে কষ্ট করতে না হয় প্রতিকার হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর এর পক্ষ থেকে দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসায় ১০টি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলা ইউএনও অফিসে মাদ্রাসার শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং বিদ্যালয়কে একটি আধুনিক মানসম্মত যুগোপযোগী মডেল বিদ্যালয় হিসেবে গড়ে তুলার লক্ষে উক্ত ফ্যানগুলো মাদ্রাসার অধ্যাক্ষ মো. মোজাফফার হোসাইন এর হাতে উপহার হিসেবে তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন ও মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি মো. রাশেদুল হক রায়হান।

এসময় সেলিম মুন্সী বলেন, আমাদের লক্ষ হলো মানুষের পাশে থাকা। সে লক্ষকে সামনে রেখে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে চেষ্টা করছি সাধ্যমত উপহার দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে।

দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদরাসায় দাখিল পরীক্ষা চলছে। পর্যাপ্ত সিলিং ফ্যান না থাকায় পরিক্ষার্থী সহ শিক্ষার্থীদের গরমে কষ্ট করতে হচ্ছে। বিষয়টি জানার গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিলিং ফ্যান প্রদানের ঘোষণা দেন। তারই আলোকে আজ মাদরাসার অধ্যক্ষের হাতে ১০টি সিলিং ফ্যান তুলে দেয়া হলো। এট আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।

ফ্যান উপহার পেয়ে মাদ্রাসার অধ্যাক্ষ মো. মোজাফফার হোসাইন বলেন, আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী সিলিং ফ্যান উপহার দেওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে সভাপতিসহ তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments