44.3 C
Rajbari
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeকানাডাঅন্টারিও লিবারেল পার্টির প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশী একক প্রার্থী

অন্টারিও লিবারেল পার্টির প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশী একক প্রার্থী

ডেস্ক রিপোর্টঃ কে বলে বাঙালী ঐক্যে বিশ্বাসী নয়? গত কয়েকদিনের ধারাবাহিক আলোচনার ফলে এবং কানাডার মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলাদেশী কানাডিয়ানদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের ভিতকে আরো শক্ত অবস্হানে নিয়ে যেতে টরন্টোর বাংলাদেশীদের সম্মিলিত প্রচেষ্টা সার্থক হয়েছে। আগামী জুনের ২ তারিখে অনুষ্ঠিতব্য অন্টারিওর প্রাদেশিক সংসদীয় নির্বাচনে টরন্টোর বাঙালী অধ্যুষিত স্কারবরো সাউথ-ওয়েষ্ট আসন থেকে লিবারেল পার্টির চুড়ান্ত নমিনেশন পাবার জন্য তিনজন বাংলাদেশী প্রার্থীর অব্যাহত তৎপরতা বন্ধ করে ঐক্যবদ্ধভাবে একজন প্রার্থীকে নিয়ে লড়াই করতে সকলে সম্মত হয়েছেন। গতকাল সন্ধায় টরন্টোর রেডহট তন্দুরী রেষ্টুরেন্টে সর্বশেষ এক সভায় অপর দুজন প্রার্থী রাসেল রহমান ও ডাক্তার আব্দুল্লাহ আল মামুন কমিউনিটির বৃহত্তর কল্যাণের লক্ষ্যে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে প্রকৌশলী নাজমুল জায়গীরদার রানাকে সমর্থন করতে সম্মত হয়েছেন।

কিছু নেতৃস্হানীয় বাংলাদেশীর স্বপ্রণোদিত এ উদ্যোগ সফলতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করে দীর্ঘদিন ধরে টরন্টোতে বসবাসরত অধিবাসী এবং রাজবাড়ী ডটকমের প্রকাশক আব্দুল হালিম মিয়া বলেছেন, ‘আশা করি ভবিষ্যতেও টরন্টোর বাংলাদেশী কমিউনিটি আরো ঐক্যবদ্ধভাবে কানাডার রাজনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সফলতা ছিনিয়ে আনতে সক্ষম হবেন। আমি এই উদ্যোগকে সফল করতে যারা তাৎক্ষনিকভাবে এগিয়ে এসেছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।’ আগামী কয়েকদিনের মধ্যেই উক্ত আসনে লিবারেল পার্টির চুড়ান্ত মনোনয়ন প্রকাশিত হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments