31.1 C
Rajbari
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeজাতীয়ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

২১ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের কাছে এক গৌরবোজ্জ্বল দিন। যে দিনে আমাদের মাতৃভাষা বাংলার জন্য রক্ত দিয়েছিল রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই।

এই দিনটি আমাদের কাছে শহীদ দিবস হিসেবেও পরিচিত।

এছাড়া ২০১০ সাল থেকে জাতিসংঘ এর নেয়া সিদ্ধান্ত মোতাবেক সারাবিশ্বে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন হয়ে আসছে। এই দিনটি বাংলাদেশে একটি জাতীয় দিবস।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে ছাত্ররা।

সেই মিছিলে পুলিশের গুলিবর্ষণের ফলে শহীদ হন বেশ কয়েকজন তরুণ।

সারা বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে। তাই গোটা বিশ্বেই স্বীকৃতি পেয়েছে এই দিনটি।

প্রতিবছর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদার সাথে বাংলাদেশে পালন করা হয় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আমাদের আবেগ অনুভূতি আর শ্রদ্ধার জানাই জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments