29.5 C
Rajbari
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeজাতীয়বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি

মহান স্বাধীনতার ৫১ বছর পূর্তি উদযাপন করছে জাতি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ মার্চ) সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ

বাহিনী ও বিমানবাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট জানায়।

রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

এর পর পরই বীরশ্রেষ্ঠদের পরিবার, মুক্তিযোদ্ধা, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর মধ্যে দিয়ে ফুলে ফুলে ভরে উঠতে থাকে জাতীয় স্মৃতিসৌধ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments