39.3 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় শেষ হয় একঘণ্টার এমসিকিউ পরীক্ষা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী।

সরকারি মেডিকেল কলেজের প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। আর সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের জন্য লড়ছেন ১৩ জন।

সারাদেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এই সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্রপরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি জানান, ভর্তি পরীক্ষার আগে প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

এবারের মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এরমধ্যে এমসিকিউ এর ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে ২০০ নম্বর।

এর বাইরে যারা এমসিকিউর ১০০ নম্বর থেকে ৪০ এর বেশি পাবেন তাদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলে শিক্ষার্থী নেওয়া হবে। তবে সরকারি হাসপাতালে সুযোগ পাওয়া কোনো শিক্ষার্থী চাইলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments