28.4 C
Rajbari
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বার্তা

আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বার্তা

ডেস্ক রিপোর্টঃ আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (১লা এপ্রিল) ১টা ৫০ মিনিরের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন হাসান আরিফ। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতকালে তার বয়স হ‌য়ে‌ছিল ৫৬ বছর।

পারিবারিক সূত্রে জানা যায় কিডনিজনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে যায়।গত বছরের ২ ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

জানা গেছে, হাসান আরিফের মরদেহ আগামীকাল শনিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা হবে।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশক থেকে সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments