34.1 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeঅপরাধটিপু হত্যার বৈঠকে অংশগ্রহণকারী দামাল আটক

টিপু হত্যার বৈঠকে অংশগ্রহণকারী দামাল আটক

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যার আগে বৈঠক করেন হত্যাকারীরা।

এতে জড়িত সন্দেহে কমলাপুর এলাকা থেকে আরফান উল্লাহ ওরফে দামাল নামে আরও একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

টিপুকে হত্যার আগে কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় কয়েকজনের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার (৩১ মার্চ) অস্ত্রসহ গ্রেফতার হওয়া আরফান উল্লাহ ওরফে দামাল। তবে টিপু হত্যার সঙ্গে দামাল জড়িত কি না এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।

দামাল স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এরইমধ্যে মতিঝিল থানায় অস্ত্র মামলা হয়েছে। আদালতের মাধ্যমে টিপু হত্যাকাণ্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি।

ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ জানান, দামালের বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাকে আজ (০১ এপ্রিল) আদালতে তোলা হবে। তার কাছ থেকে একটি অস্ত্র জব্দ করা হয়েছে।

গত ২৪ মার্চ রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপুকে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসীর ছোড়া গুলিতে নিহত হন শিক্ষার্থী প্রীতি। হত্যার তিন দিন পর শুটার মাসুমকে বগুড়া থেকে গ্রেফতার করে পুলিশ। শুটার মাসুম প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন।

টিপু ও প্রীতি হত্যার আসামি শুটার মাসুম এখন ৭ দিনের রিমান্ডে রয়েছেন। এরইমধ্যে ৫ দিনের রিমান্ড শেষ হয়েছে তার। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শুটার মাসুম।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments