39.1 C
Rajbari
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়নিত্যপণ্যের বাজারে ক্রেতার ভিড়-প্রয়োজনীয় পণ্যের মূল্য চড়া

নিত্যপণ্যের বাজারে ক্রেতার ভিড়-প্রয়োজনীয় পণ্যের মূল্য চড়া

সায়েম আশরাফঃ রোজা আসলেই কিছু অসাধু ব্যবসায়ীরা একটা অট্টহাসি দেয়, কারন রোজা মানে তাদের নিকট অধিক মূনাফার মাস।

নিত্যপণ্যের বাজার নিয়ে আসে তাদের দখলে যার ফলে দেশের সর্বত্র বাড়ে নিত্যপণ্যের দাম।

এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। রমজান মাসকে সামনে রেখে বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু বিক্রেতারা।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে প্রতিদিনই অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দেশের বিভিন্ন বাজারে রোজা উপলক্ষ্যে মশুর ডাল থেকে শুরু করে ছোলা, বেগুন, শসা সব কিছুর দামই বাড়তি।

শুক্রবার ছুটির দিনে বাজারে দেখা গেছে ক্রেতাদের বেশ ভিড়। বাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোজ্য তেল, ছোলা, চিনি, বেগুন, শসার দাম বাড়তি।

শনিবার সাভারের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ছোলা। চিনি ৮৫ থেকেম ৯০ টাকা। তেল পাঁচ লিটার ৭৯০ টাকা,কলার মূল্য ৪০ টাকা হালি যাহা একসপ্তাহে আগেও ছিলো ২০ থেকে ২৫ টাকা । তালিকার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব পণ্য।

বেগুন, শসার কেজি ৭০ টাকা। যা দুই দিন আগেও ৫০ থেকে ৬০ টাকা ছিল। এছাড়া লেবুর হালি ২০ থেকে ৬০ টাকা। বেড়েছে মুরগি এবং খাসির মাংসের দামও। ব্রয়লার মুরগির কেজি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। খাসির কেজি সাড়ে ৯শ টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পক্ষ থেকে চালানো হচ্ছে অভিযান। ইতিমধ্যে বেশ কিছু বিক্রেতাকে জরিমানাও করে সংস্থাটি।

রোজায় প্রয়োজনের বেশি পণ্য মজুত না করার পরামর্শও দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments