22.2 C
Rajbari
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে‘মা খাদিজা দশ গম্বুজ জামে মসজিদ’ উদ্ভোদন

গোয়ালন্দে‘মা খাদিজা দশ গম্বুজ জামে মসজিদ’ উদ্ভোদন

নিজস্ব প্রতিবেদকঃ  রাজবাড়ীর গোয়ালন্দতে উদ্বোধন করা হলো চিত্র নায়িকা রোজিনার মায়ের নামে করা ‘মা খাদিজা দশ গম্বুজ জামে মসজিদ’। গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় নিজের মায়ের নামে এই মসজিদ নির্মাণ করে দেন অভিনেত্রী রোজিনা।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জুরান মণ্ডলের পাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, নায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান , গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাবেক মেয়র শেখ মো. নিজাম প্রমুখ। এছাড়া ঢাকাই চলচিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ হয়েছে।

সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, চিত্র নায়িকা রোজিনা মাটি ও মায়ের টানে আজ এলাকায় একটি মসজিদ স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করলো। আমিও আমার সহর্ধীমিনির অনুপ্রেরনায় খুব তাড়াতাড়ি একটি সুন্দর দৃষ্টি নন্দন একটি মসজিদ নির্মাণ করবো।

চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সুন্দর, সুখি ও সমৃদ্ধশালী দেশ গড়তে সকলকে সমাজের ভালো কাজে অংশগ্রহণ করতে হবে।

উদ্বোধন শেষে রোজিনা বলেন, ‘জন্মভূমির কথা মনে পড়লেও ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments