31.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা,গুলি বর্ষণ-আহত ২

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা,গুলি বর্ষণ-আহত ২

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হামলার ঘটনায় কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগের অফিসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (০২ এপ্রিল) দুপুর ২ টার দিকে আশুলিয়ার নরশিংহপুরের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে আনজুমান গ্রুপের আনজুমান ডিজাইনার কারখানার সামনে এঘটনা ঘটে।
এ সময় ইয়ারপুর ইউনিয়নের ৬ ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সামা মৃধা ও সোহেল নামের দুই জন আহত হয়েছে।
ভুক্তভোগী আবু সামার মৃধার স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘ দিন থেকে এই কারখানার ঝুঁট ব্যবসা করে আসচ্ছে। আজ হটাৎ করে আমাদের বাসার পাশে অফিসে আমার স্বামী বসে থাকার সময় আতর্কিত হামলা চালায় বাহাদুর মৃধা ও রনিসহ আর ২০/২৫ জন লোক৷
হামলাকারীরা জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবিসহ ভাংচুর করে
এসময় আবু সামা মৃধা ও সোহেলকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এবং রনি ভূইয়া কয়েক রাউন্ড গুলিও ছুড়ে। এতে আমার স্বামী ও অফিসের ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এসময় তারা অফিসে থাকা বঙ্গবন্ধু ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।
গুলি বর্ষণের ঘটনা দেখা ফার্নিচারের দোকানদার রিপন বলেন, আমি দোকানে কাজ করতেছিলাম। এসময় রনিসহ আরও ২০/২৫ লোক দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে যায়। পরে রনির কাছে থাকা পিস্তল দিয়ে ৪ রাউন্ড গুলি ছুড়ে। পরে আমি ভয়ে দোকান বন্ধ করে দেই।
কারখানাটির জেনারেল ম্যানেজার জিএম তাইস খাঁন জনি বলেন, আমাদের কারখানায় প্রায় ৭০০ জন শ্রমিক আছে। বেশ কিছুদিন ধরে বাহাদুর মৃধা আমাদের এখান থেকে ঝুট নিয়ে যায়। আজ যখন হামলার ঘটনা ঘটে৷ আমরা শ্রমিকরা সবাই কারখানার তিন তলায় চলে যাই৷ পরে অনেক আওয়াজ শুনতে পাই। সেটা গুলির মত। পরেই কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল হোসেন বলেন, ঘটনার পর পর আমি সেখানে গিয়ে পৌছাই। সেখানে গিয়ে সব কিছু স্বাভাবিক পেলে জানতে পারি এখানে ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে একটা সংঘর্ষ সংগঠিত হয়েছে৷ আমি কারখানাটির এমডির সাথে কথা বলেছি।  যদি কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ দেয় সেটা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments