
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ৪৭ পিস ইয়াবাবড়িসহ মো. শুকুর আলী (৪০), মো. চাঁন মিয়া মোল্লা (৪৩) ও আব্দুর রহমান (৩২) নামের তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, মো. শুকুর আলী উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়া ভিটা এলাকার মৃত মুরাদ আলীর ছেলে, মো. চাঁন মিয়া মোল্লা পূর্ব তেনাপচা এলাকার আ. মালেক মোল্লার ছেলে এবং আব্দুর রহমান উত্তর দৌলতদিয়া আফছার শেখের পাড়ার মো. ছলিম শেখের ছেলে।
মঙ্গলবার (০৫ এপ্রিল ) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে তাদের ৩ জনকে সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আব্দুল হক মন্ডলের ভাড়াটিয়া কাশেম ভিক্ষুকের ঘর থেকে ইয়াবাসহ আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার গোয়ালন্দ ঘাট এলাকায় ডিউটিরত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন একাধিক ব্যাক্তি ইয়াবা বেঁচাকেনার জন্য উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার আব্দুল হক মন্ডলের ভাড়াটিয়া কাশেম ভিক্ষুকের ঘরে অবস্থান করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদারকে জানিয়ে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে তাদের ৩ জনের নিকট থেকে ৪৭ পিস ইয়াবাবড়িসহ তাদেরকে আটক করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক কারবারি তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।