30.3 C
Rajbari
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগবের হয়েছিলেন দরজা কিনতে, ফিরলেন লাশ হয়ে

বের হয়েছিলেন দরজা কিনতে, ফিরলেন লাশ হয়ে

মাসুদুর রহমান রুবেল-বিশেষ প্রতিনিধিঃ ঢাকা আশুলিয়ার বাইপাইল – আবদুল্লাহপুর মহা সড়কের সরকার মার্কেট নামক এলাকায় ট্রাকের চাপায় নাজমুল মোল্লা (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে আশুলিয়া থানাধীন জামগড়া,সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এই দূর্ঘটনা ঘটে ।

নিহত নাজমুল মোল্লা পাবনা জেলার বেড়া থানা হাতীগাড়া গ্রামের মো. শাহীন মোল্লার ছেলে। সে জামগড়া এলাকায় মমিনের বাড়িতে ভাড়া থেকে ব্যাটারির ব্যবসা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটোরসাইকেল যোগে নাজমুল মোল্লা জামগড়া থেকে আব্দুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কোকাকোলা ভর্তি, ঢাকা মেট্রো-ড-১১-৫২৬১ নাম্বারের একটি ট্রাক তাকে চাপা দেয়।

এসময় ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহতের স্ত্রী নাহিদা আক্তার আলো জানান, তার স্বামী বাড়ির বাড়িওয়ালার সাথে ঘরের দরজা কিনতে বাসা থেকে বেরিয়ে যায়। পরে শুনতে পারি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। মরদেহের ব্যাপারে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments