31.1 C
Rajbari
রবিবার, মার্চ ২৪, ২০২৪
Homeখেলাধুলাগোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধি 
“সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ পালিত হয়েছে।
৬ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আজিজুল হক খান সভায় সভাপতিত্ব করেন।
গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,গোয়ালন্দ উপজেলার সাবেক ক্রীড়াবিদ শহীদুল ইসলাম বাবলু, জিয়াউল হাসান জিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম বাবু,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন সভায় উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত একটি সুস্থ্য-সুন্দর জাতি গঠনে খেলাধুলার অবদান অনেক বেশি। তাই যুব সমাজকে বেশি করে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা এবং তাদের সেই সুযোগ সৃষ্টি করে দেয়া আমাদের সকলের দায়িত্ব।
বক্তারা বলেন,দিবসটির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস-এর অনুসরণে বাংলাদেশে ২০১৭ সাল হতে প্রতি বছর ৬ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments