41.1 C
Rajbari
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeখেলাধুলাগোয়ালন্দে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

গোয়ালন্দে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক(অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে মঙ্গলবার বিকেল ৪ টায় গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোয়ালন্দ উজাচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠ চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক(অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আজিজুল হক খান।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নিজাম শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন মন্ডল প্রমুখ।

খেলায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ ফুটবল দল গোয়ালন্দ পৌরসভা ফুটবল দলের মুখোমুখি হয়। খেলায় গোয়ালন্দ পৌরসভা দল ২-০ গোলে ছোট ভাকলা ইউপি ফুটবল দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দলের পক্ষে একটি আত্মঘাতী এবং অপর গোলটি করেন আশিক । বিজয়ী দলের সাগর ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ছোট ভাকলা ইউপির গোলকিপার হৃদয়। এ টুর্নামেন্টে ১ পৌরসভা ও ৪ ইউনিয়ন অংশ নেন।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন মো. আলমগীর হোসেন, মো. জিয়াউল হাসান টিটু, নিজাম মোল্লা, মাহফুজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, গোলাম মোস্তফা সোহাগ, মোয়াজ্জেম হোসেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments