31.6 C
Rajbari
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeখেলাধুলাআধিপত্য বিস্তার করে পুরো সময়ই দাপট দেখাল আর্জেন্টিনা

আধিপত্য বিস্তার করে পুরো সময়ই দাপট দেখাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ আধিপত্য বিস্তার করে পুরো সময়ই দাপট দেখাল আর্জেন্টিনা। ফলাফলও নিজেদের করে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে লা ফিনালিসিমার চ্যাম্পিয়ন হলো কোপা আমেরিকাজয়ী আলবিসেলেস্তারা।

১৯৯৩ সালে কোপা আমেরিকা জেতার পর সেই বছরই ফাইনালিসিমায় ডেনমার্ককে হারিয়ে দুই আন্তঃমহাদেশীয় সেরার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা। অবশেষে গত বছর জুলাইয়ে ব্রাজিলকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকা জিতে শিরোপা খরার অবসান ঘটায় লিওনেল মেসির দল।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, অ্যানহেল দি মারিয়া এবং পাউলো দিবালা। গোল না করলেও আর্জেন্টিনার ফুটবল জাদুকর ছিলেন এই ম্যাচের প্রাণভোমরা। করিয়েছেন দুই গোল। স্পর্শ করেছেন আর্জেন্টিনার জার্সিতে অ্যাসিস্টের ফিফটি।

ম্যাচের ২৮ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। মার্তিনেস গোল পেলেও পুরো কৃতিত্ব মেসির। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়ে দারুণ এক পাস দেন পিএসজি তারকা। পরে সেখান থেকেই হালকা টোকায় বাকি কাজ সারেন মার্তিনেস।

প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় আর্জেন্টিনার। লাওতারো মার্তিনেস থেকে বল পেয়ে যান দি মারিয়া। বক্সে ঢুকে এই তারকা চিপ শটে গোলরক্ষকের মাথারও ওপর দিয়ে জালের দেখা পান।

বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখে আর্জেন্টিনা। শুরু হতেই আরও কয়েকবার ব্যবধান বাড়ানোর চেষ্টা ছিল দলটির সামনে। বিশেষ করে ৬৯তম মিনিটে মেসিকে আরও একবার হতাশ করেন ইতালি গোলরক্ষক দোন্নারুম্মা। মেসির জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন তিনি। এরপর সাতবারের ব্যালন ডি’অর জয়ীর আরও কিছু শট থেকে গোল আসেনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments