28.4 C
Rajbari
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeরাজবাড়ীজাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ গোয়ালন্দে সেরা প্রতিষ্ঠান, শিক্ষক  ও শিক্ষার্থী হলেন যারা

জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ গোয়ালন্দে সেরা প্রতিষ্ঠান, শিক্ষক  ও শিক্ষার্থী হলেন যারা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ  প্রতিনিধি 
সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতেও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নির্বাচিত করা হয়।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা পর্যায়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে  সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, চৌধুরী আব্দুল হামিদ একাডেমি ও মাদ্রাসাতু-সাবি -ইল হাসান।
সেরা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠান তিনটির প্রধান অধ্যাপক আব্দুল হালিম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আনিছুর রহমান।
সেরা শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন  সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ লুৎফর রহমান ও মাদ্রাসাতু সাবি-ইল হাসানের সহকারী মৌলভি মোহম্মদ রুকুন উদ্দিন।
 সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী নুরজাহান আক্তার ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১০ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র আসিফ প্রামানিক।
সেরা স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন জামতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন সুলতানা,সেরা স্কাউট নির্বাচিত হয়েছেন একই স্কুলের শিক্ষার্থী তানিয়া খাতুন। সেরা রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক রাহিমা খাতুন। সেরা রোভার নির্বাচিত হয়েছেন একই কলেজের শিক্ষার্থী মোঃ বাবু মন্ডল ও সেরা গার্লস গাইড নির্বাচিত হয়েছেন ওই কলেজের শিক্ষার্থী নাছিমা আক্তার।
গত ১৯ মে গোয়ালন্দ উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের মধ্যে ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান উপস্হিত থেকে নির্বাচিতদের হাতে উপহার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments