31.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeরাজবাড়ীকালুখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবার ৬ জনসহ নিহত ৭

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবার ৬ জনসহ নিহত ৭

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর কালুখালি উপজেলায় ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৬ জন ও অটোরিকশা চালকসহ সাতজন নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের বর্তমানে রাজবাড়ী ও কালুখালি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, বুধবার সকালে কালুখালি উপজেলার চাদপুর রেলগেট এলাকায় ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন এবং পরে আরও চারজনসহ মোট সাতজন মারা যান।

দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments