41.1 C
Rajbari
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeখেলাধুলাগোয়ালন্দে 'বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি'র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোয়ালন্দে ‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে ‘বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৭ এপ্রিল (রবিবার) রাত ৮ টায় গোয়ালন্দ বাজারে অবস্থিত রোকন উদ্দিন প্লাজার ২য় তলায় জিএফএ স্পোর্টস কর্ণারে(খেলাঘর) গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প‍্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ও সাবেক ফুটবলার রফিকুল ইসলাম কুরবান, রাজবাড়ী জেলা টিমের সাবেক ফুটবলার ও খানখানাপুর ফুটবল একাডেমির চেয়ারম্যান নৃত‍্যানন্দ কুমার নৃত্য, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক মো. আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি মো. সেলিম রেজা, একাডেমীর বর্তমান ফুটবলার কাঞ্চন কুমার,আশিকুর রহমান আশিক প্রমুখসহ ক্ষুদে ফুটবলাররা।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে পেতে এবং ফুটবলটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া লেখক জালাল হোসেন লাইজু তৃণমূল পর্যায়ের ফুটবলার ও সংগঠকদের বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির ব‍্যানারে একত্রিত করেন।

এ জন‍্য তিনি ২০২১ সালের ১৭ এপ্রিল প্রতিষ্ঠা করেন এ সংগঠনটি। প্রতিষ্ঠার পর হতে সংগঠনটি দেশজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যাপক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments