28.8 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগঢাকায় শিক্ষার্থী ও নিউমার্কেট সংঘর্ষের চরম যানজট

ঢাকায় শিক্ষার্থী ও নিউমার্কেট সংঘর্ষের চরম যানজট

রাজধানীতে কর্মদিবসগুলোতে যানজট লেগেই থাকে। আজও এর ব্যত্যয় হয়নি। কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের টানা সংঘর্ষের ফলে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

এর প্রভাব পড়েছে আশপাশের এলাকাগুলোতে। মোহাম্মদপুর থেকে ফার্মগেট-কারওয়ান বাজার সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

এই সংঘর্ষের জেরে কোনো কোনো সড়কে আবার গণপরিবহন সংখ্যা কম বলেও জানা গেছে। মানুষজন হেঁটে বা অন্য কোনো উপায়ে গন্তব্যে যাচ্ছেন।

এদিকে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে। আর এই চাপ গিয়ে পড়ছে ঢাকার ব্যস্ত অনেক সড়কে। বিজয় সরণি সড়কেও যানজট দেখা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে বাসের দীর্ঘ লাইন দেখা যায়। একেকটি বাসকে আধা ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়। ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকেও প্রায় একই অবস্থা বিরাজ করছে। একে তো তীব্র গরম, এর ওপর ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকা; চরম অস্থিরতায় হাঁসফাঁস করছে যাত্রী সাধারণ।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, তিনি ধানমন্ডির বাসা থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউতে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তীব্র যানজটের কারণে আসাদ গেট থেকে নেমে হেঁটে অফিসে যান তিনি।।

সকাল থেকে ঈদের কেনাকাটার জন্য অনেকে নিউমার্কেট এলাকায় গেলে সংঘর্ষের কারণে তারা সড়কে আটকা পড়েন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments