
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২২ পালন করা হয়েছে।
এ উপলক্ষে ৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেসরকারী সংগঠন ‘দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র’র উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে শেষ হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাহ্ মুহাম্মদ শরীফ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম ওয়াহিদুল মুকতাদির, ডাঃ আঁখি বিশ্বাস, ডাঃ মো. রুহুল আমিন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) মো. রফিকুল ইসলাম।