27.6 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজবাড়ীদৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নির্বিঘ্নে নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় তার সাথে ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জনাব কমডোর গোলাম সাদেক ও মানিকগঞ্জের এমপি জনাব নাইমুর রহমান দুর্জয়।
আজ বুধবার (১৩ এপ্রিল ) বেলা ১টার দিকে প্রতিমন্ত্রী পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান। এসময় গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি ও পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন। তিনি ঘাট এলাকার ছয় নম্বর ফেরিঘাট ও স্পিডবোডে চড়ে লঞ্চ ঘাট পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন ঈদের আগে বিভিন্ন জেলা থেকে আসা ঘরমুখো মানুষ যারা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যাবহার করে প্রিয়জনের সাথে ঈদ করতে আসে তাদের ভোগান্তি কমাতে ফেরির সংখ্যা বাড়ানো হবে। তাছাড়া যেখানে নাব্যতা আছে সেখানে ড্রেজার দিয়ে চলাচলের উপযোগী করে তুলতে হবে যাতে নৌযান গুলোর চলাচলের সময় কম লাগে।
যদিও তিনি স্পিডবোট থেকে চারপাশ দেখেন কিন্তু গত দুই বছর ধরে লঞ্চ ঘাট ভেঙে পড়ে আছে সে ব্যাপারে তিনি কিছুই বলেননি। ঘাটের পুরাতন ফেরি সবসময় নষ্ট থাকে এ ব্যাপারে সুস্পষ্ট কোন বক্তব্য তিনি দেননি।
তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট। আশা করি কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করা যাবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করে তিনি।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments