34.9 C
Rajbari
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগআশুলিয়ায় পোশাক কারখানায় আগুন-ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন-ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

মাসুদুর রহমান রুবেলঃ সাভারের আশুলিয়ায় ম্যাগপাই কম্পোজিট লিঃ নামে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ২ টা ৩৫ মিনিট নাগাদ আশুলিয়ার জিরাবো আমতলা এলাকায় কারখানাটিতে আগুনের সুত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার এর কন্ট্রোল রুম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোঃ রাফি বলেন, কারখানাটির ৭ তলা বিশিষ্ট ভবনটির ৭ম তলায় আগুন লেগেছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আশুলিয়ার ডিইপিজেড স্টেশন থেকে ৩ টি ও সাভার ফায়ার স্টেশন থেকে ২টিসহ মোট ৫ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে কিভাবে আগুনের সুত্রপাত বা অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা আছে কিনা তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।

তবে কারখানাটি সাপ্তাহিক ছুটি থাকার কারনে কোন শ্রমিক ছিলোনা, যার ফলে কোন হতাহতের খবর পাওয়া যায় নাই।

জানা যায় ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিটের প্রচেষ্টায় ২ ঘন্টা পর ৪:৩০ মিনিটের দিকে  আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায় সাপ্তাহিক ছুটির দিন থাকায় ফ্যাক্টরি বন্ধ ছিল এবং কোন শ্রমিক ফ্যাক্টরিতে ছিলেন না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments