27.9 C
Rajbari
শনিবার, জুন ১০, ২০২৩
Homeজাতীয়ঢাকা বিভাগএকটু বৃষ্টি হলেই সড়ক পরিনত হয় নদীতে

একটু বৃষ্টি হলেই সড়ক পরিনত হয় নদীতে

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ দিন পর স্বস্তির বৃষ্টিতে ডুবে গেছে সাভারের আশুলিয়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক। উত্তর-পশ্চিমের মানুষের রাজধানীতে প্রবেশ ও বাহিরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পথ টঙ্গী-আশুলিয়া-ইপিজেড-ইপিজেড সড়ক। আর সড়ক এখন নদীতে পরিনত হয়েছে। বেঁধে দীর্ঘ যানজট।

বুধবার (২০ এপ্রিল) ভোর রাত থেকে সকাল পর্যন্ত হওয়া বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে সড়কটির বিভিন্ন অংশ।

দুপুরে সড়কটিতে গিয়ে দেখা গেছে, সড়কের একপাশে বিশাল আকারের ড্রেন উপচে গেছে। সড়কের জামগড়া থেকে শিমুলতলা ও ইউনিক এলাকায় হাঁটুর উপরে পানি জমে আছে। এতে পরিবহনগুলো ধীর গতিতে যাচ্ছে। আবার কোনো সময় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। এই সড়কটিতে পায়ে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই।

আরও দেখা গেছে, একদল সড়ক ও জনপথে কর্মী ড্রেনগুলোর মুখে জমে থাকা আবর্জনার স্তুপ সড়িয়ে দিচ্ছে। সড়কের দুইপাশে থাকা দোকান ও বসতবাড়িতেও পানি উঠেছে।

সড়কটির পাশে এক দোকানের মালিক বলেন, আমরা এই পানি প্রায় তিন-চার বছর যাবৎ দেখছি। একটু বৃষ্টি হলেই পানি সড়কে জমে যায়। আর আজকের বৃষ্টিতে আমার দোকানে পানি উঠেছিলো। আসলে আমার দোকানের সামনে দিয়েই ড্রেন গেছে৷ একটু বৃষ্টি হলে ড্রেন উপচে যায়।

বাইপাইল থেকে জামগড়া রাস্তার রিকশা চালক আতাউল ইসলাম বলেন, এটা আর নতুন কি। এই তো প্রথম শুরু হলো। এখন একটু বৃষ্টি হলেই এই অবস্থা হবে। সামনে ঈদ আল্লাহ ভালো যানে তখন কি হবে৷ রাস্তায় তো ভাঙার অভাব নেই৷ পানির নিচে এসব ভাঙা থাকায় দেখাও যায়। কত মানুষ পড়ে গেছে ব্যথা পাইছে৷

ঢাকা জেলা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, বছর খানেক আগে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কটি ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাছে হস্তান্তর করেছে সওজ। এখন সড়কটির সম্পূর্ণ দেখভাল করছে প্রকল্পের কর্মকর্তা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মোঃ সাহবুদ্দিন খানের মুঠোফোনে ও ক্ষুদে বার্তা পাঠালেও তাকে পাওয়া যায়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments