42.3 C
Rajbari
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeরাজবাড়ীদুই রো রো ফেরি বিকল-গরমে চরম ভোগান্তি,৬ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি

দুই রো রো ফেরি বিকল-গরমে চরম ভোগান্তি,৬ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের বাকী ৭ দিন। এখনই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপ বেড়েছে। তবে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ কতৃপক্ষের ঈদ প্রস্তুতির কোনো নতুনত্ব চোখে পরছে না বরং বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দুইটি রোরো (বড়) ফেরি বিকল রয়েছে বেশ কিছুদিন ধরে।

দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাটে সরেজমিনে ঘুরে দেখা যায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ বাজার রেলগেইট পর্যন্ত ৬ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এবং ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ছোট বড় ফেরি ও ২১ টি লঞ্চ চালানোর প্রস্তুতি নিয়েছে ঘাট সংশ্লিষ্টরা। কিন্তু ঈদের ঘরমুখি যাত্রীদের চাপ বাড়লেও আজও বৃদ্ধি করা হয়নি কোনো ফেরি।

বরং এই নৌরুটের দুইটি রোরো (বড়) ফেরি বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা হচ্ছে। এবং চলছে ১৭ ফেরি। যা যানবাহন পারাপারের তুলনায় কম।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম‍্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৩৩ টি ছোট লঞ্চ চলাচল করে। এই দুই নৌরুটে পর্যায়ক্রমে ১৬ এবং ১৭ টি করে লঞ্চ চালানো হয়। ঈদের বাড়তি প্রস্তুতি নেওয়ার জন‍্য আমাদের কোনো প্রকার অতিরিক্ত লঞ্চ নেই। তবে রাতে আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকে। সেই লঞ্চগুলো রাতে দৌলতদিয়া-পাটুরিয়া বহরে যোগ হবে।

বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক প্রপুল‍্য চৌহান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বহরে নতুন কোনো ফেরি এসে যোগ হয়নি। বরং বর্তমানে এই নৌরুটের দুইটি রোরো বড় ফেরি বিকল হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা হচ্ছে। তিনি আরও জানান, দৌলতদিয়া পারে ৭টি ঘাটের মধ্যে ৩ টি ঘাট বিকল রয়েছে।

মাত্র ৪টি ফেরি ঘাট সচল রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত একাধিক যানবাহন চালক জানান, ঘাটের দুর্ভোগ শেষ হয়েও হচ্ছে না। ঈদে এই দুর্ভোগ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে। তারা বলেন, পুলিশ ও বিআইডব্লিউটিসির আন্তরিকতা থাকলে কিছুটা যানজট সহনীয় অবস্থায় আসতে পারে। তবে এই নৌরুটে ফেরি বাড়ানোর কোনো বিকল্প নেই।

আব্দুল রাজ্জাক নামের এক যাত্রী বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের দুর্ভোগ অনেকটা কৃত্রিম। কারণ দৌলতদিয়া ফেরি ঘাটে দালাল চক্র ও সুবিধাভোগী চালকদের কারণে ফেরি ঘাটে নানা প্রকার অনিয়ম থাকায় দুর্ভোগ আরও বৃদ্ধি পায়। যেভন পুলিশের সামনে যাত্রবাহী পরিবহনের সামনে মটরসাইকেল রেখে পণ‍্যবাহী ট্রাক সামনে নেওয়ার চিত্র প্রতিদিনের, প্রতি মুহূর্তের।

যে কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটে প্রতিনিয়ত যানবাহনের সারি ও যাত্রী দুর্ভোগ হয়। যার কারণে প্রচন্ড তাপদাহে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

বাংলাদেশ অভন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের উপ-পরিচালক খালেদ নেওয়াজ দুইটি ফেরি বিকল থাকার কথা নিশ্চিত করে জানান, ঈদের পূর্বে এই নৌরুটের বহরে ২১ টি ফেরি চলাচল করবে।

এবং বিকল ফেরি মেরামত শেষে দ্রুত বহরে যুক্ত ও ঘাটগুলো মেরামত করা সম্ভব হবে বলে আমি মনে করি।

তিনি আরও জানান, ঈদের তিনদিন পূর্বে এবং পরে পন‍্যবাহী ট্রাক নদী পার করা বন্ধ থাকবে। যে কারণে এই নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments