34.6 C
Rajbari
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজবাড়ীঈদ উপহার হিসাবে গোয়ালন্দে ৫০ ভূমি ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের নীড়

ঈদ উপহার হিসাবে গোয়ালন্দে ৫০ ভূমি ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের নীড়

বিশেষ প্রতিবেদকঃ  আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৫০ টি ভূমি ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের নীড়।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে গোয়ালন্দে উপকারভোগী ১৫০ টি ঘরের মধ্যে ৫০ জনের মধ্যে জমির দলিলসহ এসব ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা ভাইস চেয়ারমান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু সাইদ মন্ডল, উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপকারভোগী সহ প্রমুখ।

জানা যায়, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে উজেলার চার ইউনিয়নের প্রতিবন্ধী, ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুর, বিধবা, কাজের মহিলাসহ ১৫০ জনের মধ্যে আজ মঙ্গলবার ৫০ জনকে ভুমি ও গৃহহীন পরিবারকে জমিসহ এসব সেমিপাকা ঘর দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫০টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ১০০টি ঘরের নির্মাণ কাজ দ্রুত শেষ করে সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য- গোয়ালন্দ উপজেলায় এর আগেও আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৪৩০টি ও দ্বিতীয় পর্যায়ে ৩০ টি এবং তৃতীয় পর্যায়ে আজ ৫০ ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments