32 C
Rajbari
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়রংপুর বিভাগইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে পুলিশ সদস্য আহত

ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে পুলিশ সদস্য আহত

আহত পুলিশের সহকারী উপপরিদর্শক রতন

নিজস্ব প্রতিবেদকঃ ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

মঙ্গলবার (৩মার্চ)দিবাগত রাতে কুড়িগ্রামের চিলমারীর রমনা ইউনিয়নের জোরগাছ বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে আঘাত করোও পালাতে পারেনি ওই মাদক ব্যবসায়ী। শেষ পর্যন্ত ৩০ পিস ইয়াবাসহ আটক হন তিনি।

চিলমারী থানার পরিদর্শক (তদন্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন আহত পুলিশ সহকারী উপপরিদর্শকের নাম রতন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ীর নাম নুর আলম পাকড়া (৪৮)। তিনি উপজেলার থানাহাট ইউপির সবুজপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মাদক ব্যবসায়ী নুর আলমকে আটক করতে গেলে সে পুলিশ সদস্য রতনকে আঘাত করে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এতে ওই পুলিশ সদস্য আহত হন। তবে অন্য পুলিশ সদস্যরা মিলে নুর আলমকে আটক করতে সক্ষম হন। পরে তাকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, আসামি নুর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। তাকে আজ( ৪ মার্চ) বুধবার আদালতে পাঠানো জন্য সকল প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments