26.1 C
Rajbari
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগচট্টগ্রামে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

চট্টগ্রামে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় অন্তত ৩০ যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গৈড়লা টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছে নারী, পুরুষসহ প্রায় বেশ কয়েকজন যাত্রী । তবে দুর্ঘটনায় কোনও নিহতের খবর জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন দুপুরে জে. আর লাইন পরিবহনের একটি বাস পটিয়া থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশে ছেড়ে আসে। সড়কের গৈড়লা টেক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে স্থানীয়দের সহযোগিতা করে।

পটিয়া হাইওয়ে পুলিশের কর্মকর্তা মো.মুজিবুর রহমান বলেন, যাত্রীবাহী বাস উল্টে সড়কের পাশে খাদে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের জন্য চলছে । ঘটনার পরপরই ড্রাইভার পলাতক রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments