31.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগচট্টগ্রামে ১৮ ইউপিতে আ’লীগ ৯, বিদ্রোহী ৪ এবং বিএনপি-জামাত ৫টিতে জয়ী

চট্টগ্রামে ১৮ ইউপিতে আ’লীগ ৯, বিদ্রোহী ৪ এবং বিএনপি-জামাত ৫টিতে জয়ী

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে আজ অনুষ্ঠিত ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে আওয়ামীলীগ, ৫টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপি-জামাতের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চট্টগ্রামের ১৮ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

যে ৯ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী জয়ী হয়েছেন :

বাঁশখালীর ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতটিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামীলীগের বিদ্রোহী, একটিতে জামাত, দুইটিতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শীলকূপ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়েস সরওয়ার সুমন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন।

সরল ইউনিয়নে আওয়ামীলীগের রশিদ আহমদ চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী তালুকদার।

বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কফিল উদ্দিন বেসরকাররিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইব্রাহিম খলিল।
কাথারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইবনে আমিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী।

বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজুল ইসলাম বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বখতিয়ার উদ্দিন করিম।

খানখানাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের জসীম উদ্দিন হায়দার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহেদুল হক জাহেদ।

কালিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ ন ম শাহাদাত আলম বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নোমান।

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল (নৌকা প্রতীক) নিয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী শওকত আলম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়োেছন।

আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা:
বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী এম. হারুনুর রশীদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী। এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান হয়েছেন তিন নম্বর।

পুঁইছড়ি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. তারেকুর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা সোলাইমান। এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী জাকের হোসেন বাচ্চু হয়েছেন তিন নম্বরে।

সাধনপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীকে পরাজিত করে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কে এম সালাউদ্দিন কামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন চৌধুরী খোকা।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচত হলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাজী ছাবের আহমদ।

নৌকার প্রার্থী সেলিম হককে পরাজিত করে চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন তিনি।

বিএনপি-৪ ও জামায়াত-১ প্রার্থী :
বাঁশখালীর গ-ামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. লেয়াকত আলী বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি দক্ষিণ জেলা বিএনপির সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাওলানা আরিফ উল্লাহ।

এই ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন তিন নম্বর। পুকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসহাব উদ্দিন বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মূলত বিএনপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বোরহান উদ্দিন মাহমুদ নওয়াজ।

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বিজয়ী হয়েছে। তিনি পটিয়া উপজেলা বিএনপির সদস্য।

এই ইউনিয়নে নৌকার প্রার্থী রাসেলের মনোনয়ন বাতিল হওয়ায় নৌকার কোন প্রার্থী ছিলেন না।
ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী শিপন। স্থানীয়রা জানিয়েছেন বিএনপির সকল ভোটার তার পক্ষে কাজ করেছেন।

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে ‘স্বতন্ত্র’ মোড়কে নির্বাচন করা জামায়াত সমর্থিত মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইয়াসিন তালুকদার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments