34.1 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগমাদকসেবিরা ফিরতে চাইলে পাশে দাঁড়াবে কারিতাসের স্মাইল প্রকল্প ও হিউম্যান রাইটস ফাউন্ডেশন

মাদকসেবিরা ফিরতে চাইলে পাশে দাঁড়াবে কারিতাসের স্মাইল প্রকল্প ও হিউম্যান রাইটস ফাউন্ডেশন

চট্টগ্রাম প্রতিনিধিঃ

এনজিও সংস্থা কারিতাস এর সাথে মানবাধিকার সংস্থা বিএইচআরএফ এর আইনবিদদের মাদকাসক্ত পূনর্বাসনে আইনী সহায়াতা শীর্ষক এক মত বিনিময় সভা চকবাজারস্থ কারিতাস মিলনায়তনে সকাল ১০টা থেকে দূপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিইআরডিআর এর সহায়তায় মাদকাসক্তি নিরাময় ও পূনর্বাসনে কারিতাস চট্টগ্রাম পরিচালিত স্মাইল প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেইসম্যান্ট কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার হোসাইন শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- বিএইচআরএফ এর ট্রাস্টি ও পরিচালক অর্গানাইজিং বিশিষ্ট মানবাধিকার আইনবিদ ও কলামিস্ট জিয়া হাবীব আহসান।

অভিজ্ঞতা শেয়ার করে বক্তব্য রাখেন প্রবীণ মানবাধিকার কর্মী এড্ সুনীল সরকার, এডভোকেট জসীম উদ্দীন, এডভোকেট আবুল খাইর, এডভোকেট প্রদীপ আচার্য্য দিপু, এডভোকেট রুমানা ইয়াসমিন সোমা, এডভোকেট বদরুল ও জিয়াউদ্দীন আরমান প্রমুখ।

কারিতাস প্রকল্প কর্মকর্তা সহ সুবিধা ভোগীরাও মুক্ত আলোচনায় অংশ নেয়। সভায় মাদকাসক্ত পূনর্বাসনের লক্ষ্যে উভয় সংগঠন যুগপৎভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করে।

বিশেষ করে চট্টগ্রাম শহরের বস্তিতে বসবাসরত দরিদ্র, অতি দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিএইচআরএফ প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদান করবে এবং মাদকসেবিরা ফিরতে চাইলে তাদের সুযোগ দেওয়া সকলের দায়িত্ব মর্মে বক্তারা মন্তব্য করেন।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের মাদকসেবিদের নিয়ে পরিচালিত ইকোনমিক রিইন্টিগ্রেশন প্রকল্পের অধীনে আইনবিদের সাথে উক্ত মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন, মাদকাসক্তি কাটিয়ে যারা সমাজের মূলধারায় ফিরতে ইচ্ছুক তাদের সাদরে গ্রহণ করা সমাজের সচেতন নাগরিকদের দায়িত্ব।

তাদের ফিরে আসার পথ বাধাগ্রস্ত হলে তারা হতাশায় পুনরায় মাদকের আশ্রয় নেওয়ার সম্ভাবনা প্রবল। মাদক গ্রহণকালীন সময়ে অনেকেই মামলায় জড়িয়ে পড়েছে। তারা সুস্থতার পথে ফিরতে চাইলে তাদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রামের প্রধান এডভোকেট জিয়া হাবিব আহসান।

উক্ত মতবিনিময় সভায় এডভোকেট সুনীল সরকার সহ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্যানেল আইনবিদগণের উপস্থিতিতে প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিস দেবব্রত পাল, মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল, ইনচার্জ আবদুল জলিল ও সুরেশ দাস প্রমুখ বক্তব্য রাখেন ।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ আইনবিদদের সাথে মাদকাসক্তি থেকে সুস্থ্যতাপ্রাপ্ত (রিকভারী) ব্যক্তিদের সামাজিক পুনঃসম্পৃক্তকরনে সহায়তা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত সকলের অভিজ্ঞতার আলোকে মাদকাসক্ত পূনর্বাসনের জন্য নানাবিধ কর্মপন্থা গৃহীত হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments