28.1 C
Rajbari
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeরাজবাড়ীবুলেটের জবাব ব্যালটে-গোয়ালন্দে প্রয়াত বাবার ওয়ার্ডে ছেলের বিপুল ভোটে জয়লাভ

বুলেটের জবাব ব্যালটে-গোয়ালন্দে প্রয়াত বাবার ওয়ার্ডে ছেলের বিপুল ভোটে জয়লাভ

শামীম শেখ , গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছেন ওয়ার্ডবাসী।
এখানে বিজয়ী হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে নিহত সাবেক জনপ্রিয় ইউপি সদস্য ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলের ছেলে আলমগীর হোসেন মন্ডল।
তার  টিউবওয়েল প্রতীকে প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৬৩৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হোসেন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৮ ভোট।৯৬০ ভোটের ব্যবধানে বিজয়ী হন আলমগীর হোসেন মন্ডল।
তার এ বিজয়কে বুলেটের বিপক্ষে ব্যালটের জয়লাভ বলে অভিহিত করেছেন এলাকাবাসী। তারা গনি মন্ডল হত্যার বিচার চান।
উল্লেখ্য , দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত ৪নং ওয়ার্ড  সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং  উপজেলা আওয়ামিলীগের সাবেক  ত্রাণও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আ.গনি মন্ডলকে ২০২১ সালের ৩১ মার্চ অানুমানিক রাত ৯ টার দিকে  বাড়ী যাওয়ার পথে  সন্ত্রাসীরা গুলি করে। চিকিৎসাধীন অবস্থায় ১লা এপ্রিল সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় । তার মৃত্যুেতে  উক্ত ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষিত হয়।
স্হানীয় স্কুল শিক্ষক রমজান আলী বলেন, আলমগীরের বিপুল ভোটের এ জয়লাভ মরহুম গনি মন্ডলেরই জয়লাভ।আমরা ওয়ার্ডবাসী তাকে বারবার মেম্বার নির্বাচিত করেছিলাম। এবার তার সুযোগ্য ছেলেকে নির্বাচিত করলাম।আশা করি সেও তার বাবার আদর্শ নিয়ে গণমানুষের সেবা করে যেতে পারবে।
নির্বাচিত আলমগীর হোসেন বলেন, আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া ও ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এ ভালবাসার প্রতিদান দিতে আপ্রান চেষ্টা চালিয়ে যাব।বাবার আদর্শ বুকে ধারন করে মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ। আমি আমার বাবার হত্যার বিচার চাই।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। ২ হাজার ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।বিজয়ী প্রার্থী  মো. আলমঙ্গীর হোসেন মন্ডলের প্রাপ্ত ভোট (প্রতীক টিউবওয়েল)১ হাজার ৬৩৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ হোসেনের প্রাপ্ত ভোট  ( প্রতীক ফুটবল) ৬৭৮, বাতিল ভোটের সংখ্যা ৩২। কোনো অপ্রতিকার ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কেন্দ্র পরির্দশন শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু,  নিরপেক্ষ করতে সকল ব্যবস্থা গ্রহন করা হয়। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সম্মানীত ভোটারবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments