36.7 C
Rajbari
শনিবার, এপ্রিল ১৩, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগজনশূন্য শিল্পাঞ্চল সাভার পূর্ণ হচ্ছে

জনশূন্য শিল্পাঞ্চল সাভার পূর্ণ হচ্ছে

ঈদের ছুটির কারনের প্রায় জন শুন্য ছিলো শিল্পাঞ্চল সাভার আশুলিয়া।

ঈদের ছুটি শেষে আবার পুরোনো রুপে ফিরতে শুরু করেছে আশুলিয়া সাভারের পোশাক কারখানা গুলো।

পোশাক শ্রমিক আবদুল মতিন বলেন আমার গ্রামের বাড়ী কুড়িগ্রাম, আমি আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করি,পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করে আবারও নিজ কর্মস্থলে আসলাম।

আফছার নামে আরেক পোশাক শ্রমিক বলেন ঈদের ছুটিতে গ্রামের বাড়ী মাগুরাতে গিয়েছিলাম পরিবারের সাথে ঈদ করতে,জীবিকার জন্য আবার কর্মস্থলে ছুটে আসলাম।

এসময় তিনি আরও বলেন যাওয়ার সময়েও রাস্তায় জ্যাম আসার সময়ও দৌলতদিয়া ফেরী ঘাটের অসহনীয় জ্যাম পার করে আসলাম।

আশুলিয়ার নবিনগর স্মৃতিসৌধের পুলিশ ফারির ইনচার্জ হারুন অর রশিদ বলেন.ঈদের ছুটি শেষ মানুষ তার কর্মস্থলে আশুলিয়া সাভারসহ দেশে বিভিন্ন প্রান্তে ফিরছে। এতে মানুষের চাপ বাড়ছে।

এসময় তিনি আরও বলেন ঢাকা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হলো নবীনগর কারন এখানে দেশের সব জেলার লোক আসে এবং এখান বিভিন্ন স্থান যায়। তাই আমাদের সকল দিকে নজর রাখতে হচ্ছে।

জনসাধারণ যাতে হয়রানির শিকার না হয়, যানজট মুক্ত রাখা। চুরি ছিনতাই রোধে আমাদের বিশেষ ভাবে কাজ করতে হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments