28.8 C
Rajbari
রবিবার, অক্টোবর ২, ২০২২
Homeজাতীয়ঢাকা বিভাগছুটি শেষে কর্ম ব্যস্ততায় শিল্পাঞ্চল আশুলিয়ায়

ছুটি শেষে কর্ম ব্যস্ততায় শিল্পাঞ্চল আশুলিয়ায়

ঢাকা জেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে সেই পূরানো চিত্র ফিরে এসেছে।

পোশাক তৈরী মেশিনের শব্দ আর বিভিন্ন কারখানার শ্রমিকদের সময় মত কাজে যোগদানের জন্য ছুটে আসা।

বুধবার (১১মে) সকাল ৮ থেকে দেখা যায় নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে কারখানায় প্রবেশ করছে শ্রমিকরা।

আশুলিয়া, জামগড়া, জিরাবো, ঘোষবাগসহ সকল পোশাক কারখানায় দেখা যায় একই চিত্র।

পোশাক শ্রমিক আরিফ জানান ঈদের ছুটি শেষে আজ থেকে অফিস শুরু তাই সময় মত চলে আসছি।

পোশাক শ্রমিক ফারজানা বলেন ঈদের ছুটি শেষে কাজে যোগদান করার জন্য রংপুর থেকে গতকাল চলে আসছি।

এসময় শ্রমিকরা একে অপেরের সাথে কুশলাদি বিনিময় করতে দেখা যায় ।

এই বেপারে ডিএসবি ও এনএসআই এর সদস্যদের সাথে কথা বললে তারা জানান, আশুলিয়া শিল্পাঞ্চলে কোন প্রকার অপ্রতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নাই।

এমনকি শ্রমিক ঝাটাই বা কারখানা খুলে নাই এমন খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments