34.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়জামিনে মুক্তি পেলেন সম্রাট

জামিনে মুক্তি পেলেন সম্রাট

বিশেষ প্রতিনিধিঃ জামিনে কারামুক্ত হলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট।

বুধবার ১১মে বিকেল সাড়ে ৪টায় তিনি সব মামলা থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।

এর আগে সকালে দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় জামিনের আদেশ দেন বিশেষ জজ আদালত ৬ এর বিচারক আল আসাদ।

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেয়া ও আগামী ৯ জুন মেডিকেল রিপোর্ট জমা দেয়ার শর্তে সম্রাটকে জামিন দেয়া হয় তাকে।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, অসুস্থতা ও মানবিক দিক বিবেচনা করে সম্রাটকে আগামী ৯ জুন পর্যন্ত জামিন দেয়া হয়েছে।

পরে সম্রাটের আইনজীবী মাহবুবুল আলম দুলাল জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় এর আগে জামিন পেলেও দুদকের মামলা চলায় কারাগারে ছিলেন তিনি ।

সম্রাটের বিরুদ্ধে থাকা চার মামলার মধ্যে অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলায় গত ১০ এপ্রিল এবং পরদিন মাদক মামলায় তাকে জামিন দেয় আদালত।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেয়া ছয় মাসের সাজাও অনেক আগেই শেষ হয়েছে। ফলে সম্রাটের মুক্তিতে এখন আর কোনো ‘আইনি বাধা নেই বলে তার আইনজীবী এহসানুল হক সমাজীর ভাষ্য।

এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জাহাঙ্গীর আলম রাজধানীর অবৈধ ক্যাসিনো ব্যবসার ‘মূলহোতা’ হিসেবে সম্রাটের বিরুদ্ধে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ১২ নভেম্বর ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments