29.5 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeরাজবাড়ীগোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক সরকারি কর্মকর্তার।

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক সরকারি কর্মকর্তার।

মো. সাজ্জাদ হোসেনঃগোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি- রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র্য বিমোচন সংস্থর কর্মকর্তা গোয়ালন্দ বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন
 (১২ মে) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে ঢাকা-খুলনা  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান (৫২)। তিনি মানিকগন্জ জেলার শাটুরিয়া উপজেলার তেঘুড়ী গ্রামের মৃতঃ মোজাম্মেল হক এর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
গোয়ালন্দ উপজেলা সহকারী হিসাব কর্মকর্তা সন্জয় কুমার বিশ্বাস বলেন,অন্যান্য দিনের মতো আজকে সকালেও তিনি কিস্তির টাকা উত্তোলন করতে বের হন। সাধারণত তিনি এগারোটা থেকে বারোটার দিকে ফিরে আসেন কিন্তু আজকে বের হওয়ার পর পরই এই দূর্ঘটনা ঘটে।
উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও পুলিশ সুত্রে  জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মজিবুর রহমান অফিসের কাজের জন্য মোটর সাইকেলে করে উপজেলা থেকে মহাসড়ক দিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি গোয়ালন্দ বাসষ্ট‍্যান্ড পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-২৫১৬) মোটরসাইকেলটিকে সজোড়ে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments