27.6 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়ঢাকা বিভাগসব দলের সাথে সংলাপ করা হবেঃ সিইসি

সব দলের সাথে সংলাপ করা হবেঃ সিইসি

বিশেষ প্রতিনিধিঃ বিএনপিসহ খুব শিগগিরই সব দলের সাথে নির্বাচন নিয়ে সংলাপের জন্য আহবান করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

শুক্রবার (২০ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধনে শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন৷

তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি অনেকগুলো কাজ আমাদের হাতে আছে। আজকে ভোটার তালিকা প্রনয়নের কাজ শুরু হলো। এমন আরও বিভিন্ন কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহবান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য কি করছে নির্বাচন কমিশন? এমন প্রশ্নে তিনি বলেন, ইভিএমের সক্ষতা কতটুকু দরকার? এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না৷

ইভিএমে ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়াে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগ কিন্তু এখনও আমাদের নাগরিক দায়িত্ব। দায়িত্ব জিনিসটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। নির্বাচন হচ্ছে আমি ভোটকেন্দ্রে যাবনা, আমাকে কেউ জোর করে নিয়ে যাবে না এটা ঠিক। কিন্তু আমার মধ্যে যদি সঠিক দায়িত্ব বোধ টুকু থাকে। এতটুকু বুঝতে হবে আমি পরিচালিত হব আমারে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments