30.4 C
Rajbari
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeরাজবাড়ীদৌলতদিয়ায় ফেরির ধাক্কা ও পাখার ঘূর্ণনে ভাঙছে পাড়,ঝুঁকিতে বাড়িঘর

দৌলতদিয়ায় ফেরির ধাক্কা ও পাখার ঘূর্ণনে ভাঙছে পাড়,ঝুঁকিতে বাড়িঘর

শামীম শেখ,
দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় ফেরির ধাক্কা ও প্রপেলারের (পাখা) ঘূর্ণনে নদীর পাড় ধ্বসে যাচ্ছে। এতে করে ভাঙন ঝুঁকিতে রয়েছে ওই ফেরিঘাটসহ সংলগ্ন এলাকার বেশ কয়েকটি পরিবার। তারা দ্রুত এ বিষয়ে প্রতিকারের দাবি জানিয়েছেন।
শনিবার দুপুর ১ টার দিকে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বেলা ১২ টা হতে ৭ নং ঘাটের পন্টুন ডুবে রয়েছে।
বিআইডব্লিউটিএ’র কর্মীরা পন্টুনটি নিচু স্তর হতে মাঝের স্তরে তোলার কাজ করছেন। এ সময় ঘাটের দুই পাশে অনেকটা এলাকা জুড়ে ভাঙ্গন দেখা যায়। ভাঙ্গনে গত বছর ফেলা জিও ব্যাগগুলো ধ্বসে যাচ্ছে।
এ সময় আলাপকালে নদী পাড়ের বাসিন্দা মেজেক আলী শেখ (৫৫),হাচেন মন্ডল (৫০),আতর আলী (৪৫),সাহেদা বেগম (৫৮),হাসনা খাতুন (২০)সহ অনেকেই বলেন,পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফলে ৭ নং ঘাটের আপ ও ডাউন পকেটে ভেড়া ফেরিগুলোর চলাচলের সময় প্রতিনিয়ত নদীর তীরে ধাক্কা লাগছে। সেইসাথে  ফেরির পাখার ঘূর্ণনে সৃষ্ট তীব্র স্রোত সজোরে তীরে আঘাত হানছে।এতে নদীর তীর ঘেঁষে ফেলা বালু ভর্তি জিও ব্যাগগুলো ছিড়ে-ফেটে ধ্বসে যাচ্ছে।
এ ভাবে চলতে থাকলে পানি বৃদ্ধির সাথে সাথে আর কয়েকদিনের মধ্যে নদীর পাড় পুরোপুরি ভেঙে গিয়ে আমাদের বাড়িঘর গুলোও নদীতে বিলীন হয়ে যাবে। আমরা দ্রুত এর প্রতিকার চাই।
এ সময় ক্ষোভ প্রকাশ করে কয়েকজন বলেন, এখন পানি কম রয়েছে। চোখে দেখে দেখে বস্তা ফেললে অল্প খরচেই তীর রক্ষা করা সম্ভব। কিন্তু তা না করে যখন অনেক   পানি বাড়ে, বাড়িঘর ভেঙে যেতে শুরু করে তখন বস্তা ফেলতে আসে ।
গত কয়েক বছর এ সবই চলছে।আসলে এ সবের মাধ্যমে বস্তা ফেলানোয় ব্যাপক জালিয়াতি করা যায়।যেটা এখন বা শুকনো সময় করলে করা যায় না।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র আরিচা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, ঘাট পরিস্হিতি দেখতে আমি শনিবার দৌলতদিয়া গিয়েছিলাম।
৭ নং ঘাট এলাকাসহ যেখানে যেখানে জরুরি ভিত্তিতে বস্তা ফেলানো অথবা অন্যান্য কাজ করা দরকার সেগুলো করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এছাড়া ফেরি চালকদেরকে ফেরির পাখা ধীরে ঘোরাতে অনুরোধ জানানো হবে।
এ সময় তিনি দাবী করেন, গত এপ্রিল মাস হতেই তিনি লঞ্চঘাট হতে ৭ নং ফেরিঘাট এলাকা পর্যন্ত দেখে দেখে বালুর বস্তা ফেলছেন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments