31.3 C
Rajbari
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeজাতীয়চট্টগ্রাম বিভাগচট্টগ্রামে হাতি হত্যা মামলার আসামি কারাগারে

চট্টগ্রামে হাতি হত্যা মামলার আসামি কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হাতি হত্যা মামলার এক আসামিকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই আসামি হলেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া মির্জারখাীল গ্রামের মৃত ওয়াহেদের ছেলে নেছার উদ্দিন। আজ নেছার উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে প্রথমে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাঁকে জামিন নামঞ্জুর করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক কামরুন নাহার রুমি আজ দুপুরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হারুন এসব তথ্য নিশ্চিত করেন। মোহাম্মদ হারুন জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট দিয়ে বন্যহাতি হত্যার অপরাধে বনবিভাগ নেছার উদ্দিনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গত ৬ জানুয়ারি উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেন আসামি নেছার উদ্দিন। শুনানি শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বৃহস্পতিবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments