29.6 C
Rajbari
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeরাজবাড়ীচরপাথরঘাটা ইউপি নির্বাচন, শান্তিপূর্ণভাবে চলা ভোট শেষের পথে

চরপাথরঘাটা ইউপি নির্বাচন, শান্তিপূর্ণভাবে চলা ভোট শেষের পথে

নিজস্ব প্রতিবেদকঃ সকালে দিকে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি)এর ভোট।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই ইউপিতে ৩ চেয়ারম্যানসহ মোট ৪৩ জন সাধারণ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চরপাথরঘাটা ইউনিয়নের ০৯টি ভোট কেন্দ্রে ৭৪টি বুথে ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) এর মাধ্যমে ২২ হাজার ৭২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও শতাধিক পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন।

কর্ণফুলী উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল শুক্কুর জানান, শান্তিপূর্ণ ভোট উপহার দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ এবং আনসার নিয়োজিত রয়েছে । র্যাবের টিম ও বিজিবির টহল দলসহ সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স মাঠে দায়িত্ব পালন করছেন।

এদিকে ভোটে অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে আছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল মাহমুদ জানান, ভোটাররা যাতে নিরাপত্তার সাথে কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments